১৫ লাখ শ্রমিক নেবার খবর সত্য নয় : মালয়েশীয় মন্ত্রী

malaysia Bengali Workersডেস্ক রিপোর্টঃ মালয়েশিয়া আগামী ৫ বছরে ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক নিবে বলে যে দাবি করা হয়েছে সে তথ্য ‘সত্য নয়’ বলে জানালেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী রিচার্ড রায়ট।

মালয়েশীয় দৈনিক দা স্টার শুক্রবার এ খবর দিয়েছে।

বৃহস্পতিবার ঢাকায় মালয়েশীয় সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের এক চুক্তি স্বাক্ষরের পর বলা হয়, আগামী ৫ বছরে সরকারি-বেসরকারি পর্যায়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ১৫ লাখ শ্রমিক যাবে। শ্রমিকদের যেতে কোনো খরচ হবে না এবং তারা মাসে ১৫-১৭ হাজার টাকা বেতন পাবেন।

রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ট চুক্তিতে সই করেন।

তবে মন্ত্রী রায়ট এ দাবি নাকচ করে দিয়ে বলেন, ‘ধারণাটা এমন যে, ১৫ লাখ শ্রমিককে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কাজের জন্য নিয়ে আসা হবে। কিন্তু এটি সত্য নয়।’

চুক্তিপত্র বিনিময় করছেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও মালয়েশীয় মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ট
চুক্তিপত্র বিনিময় করছেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও মালয়েশীয় মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ট

তার ভাষায়, ‘মূলত এ সংখ্যাটি হলো (১৫ লাখ শ্রমিক) বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিবন্ধিত দেশটির মোট আগ্রহী শ্রমিকের সংখ্যা। ভবিষ্যতে বিদেশি দেশগুলোতে কর্মসংস্থানের উদ্দেশ্যে এদের নাম নথিভুক্ত করা হয়েছে।’

বৃহস্পতিবার দেশে ফিরে পুত্রজায়ায় এক সংবাদ সম্মেলনে রিচার্ড রায়ট আরো বলেন, বাংলাদেশিরা বিশ্বের ১৩৯টি দেশে কাজ করতে চায়। এদের মধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অন্যতম।

মালয়েশিয়ান মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই ব্যাখ্যার ফলে তার দেশে বিদেশি শ্রমিক, বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের নিয়ে নাগরিকদের মধ্যে বিদ্যমান ভয় ও উদ্বেগ নিরসন হবে।

গত বছরের ডিসেম্বরের হিসাব অনুযায়ী, মালয়েশিয়ায় ২১ লাখ ৩৫ হাজার বৈধ বিদেশি শ্রমিক কাজ করছে। এদের মধ্যে ২ লাখ ৮২ হাজার বাংলাদেশি।

রিচার্ড রায়ট আরো বলেন, ঢাকার সঙ্গে বৃহস্পতিবার এ সংশ্লিষ্ট যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে মালয়েশিয়ার, এ ধরণের স্মারক ইন্দোনেশিয়া, ভারত, থাইল্যান্ড, কম্বোডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের সঙ্গেও তার দেশ স্বাক্ষর করেছে।