ব্রিটেনে বাংলাদেশি মুয়াজ্জিন খুন

99459_457ডেস্ক রিপোর্টঃ গ্রেটার ম্যানচেস্টার এর রচডেলে এক বাঙালি ব্যক্তি খুন হয়েছেন। মৃত ব্যক্তির নাম ক্বারী হাফীজ জালাল উদ্দিন। আনুমানিক বয়স ৭০ বছর।
নিহত ক্বারী জালাল উদ্দিন দীর্ঘদিন রচডেল জালালিয়া মসজিদের মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সতপুর গ্রামে। তিনি দীর্ঘ দিন ব্রিটেনে বসবাস করে আসছিলেন।
১৮ ফেব্রয়ারি রাত আনুমানিক ৯ টার দিকে রচডেল সাউথ স্ট্রিট পাকের্র অদূরে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্বার করে।
হত্যার সঠিক কারণ জানা যায়নি, তবে সাধারণ মানুষ একে বর্ণবাদী আক্রমণের শিকার বলে সন্দেহ প্রকাশ করছে। পুলিশের বিশেষ দল হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করছে।
নিহতের ছেলে জামাল উদ্দিন এ প্রতিবেদককে বলেন, তার বাবা ২০০২ সালে যুক্তরাজ্যে যান। তার মৃতদেহ দেশের আনার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।