প্যারিসের মতো ওয়াশিংটনেও হামলা চালাবে আইএস

Image taken from Islamic State video footage shows a man identified in the subtitiles as Al Karar the Iraqi gesturing as he speaksসুরমা টাইমস ডেস্কঃ এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনেও হামলার হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ফ্রান্সের রাজধানী প্যারিসে বর্বরোচিত হামলার পরপরই সংগঠনটি এ হুমকি দিলো। খবর রয়টার্সের। প্যারিসের মতো একই কায়দায় হামলা চালানো হবে বলে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীটি সোমবার এক ভিডিও বার্তায় এ হুমকি দিয়েছে।
খবরে বলা হয়, সিরিয়ায় বিমান হামলায় অংশ নেয়া অন্যান্য দেশগুলোতেও হামলার হুমকি দিয়েছে আইএস। ভিডিও বার্তায় আইএস জানায়, যারা সিরিয়ায় হামলা চালাচ্ছে তাদের পরিণতি হবে প্যারিসের মতো। তাছাড়া ওয়াশিংটনেও হামলার কথা বলা হয়েছে ওই ভিডিও বার্তায়। ভিডিও বার্তাটি এসেছে ইরাকি ওয়ালিওয়াত কিরকুক নামে আইএসের একটি উপদলের কাছ থেকে। ভিডিওটির শুরুতে গত শুক্রবার প্যারিসে চালানো হামলার পর টেলিভিশনে প্রচারিত বিভিন্ন ভিডিও দেখানো হয়। দেখানো হয় ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের বক্তৃতা এবং পুলিশি অভিযানের চিত্র।
হামলায় নিহতদের লাশ ব্যাগে করে সরিয়ে নেওয়ার টেলিভিশন চিত্র দেখানোর পর আসেন এক ব্যক্তি, যিনি আইএসের নামে আরও হামলা চালানোর হুমকি দেন। ভিডিওতে ওই ব্যক্তি বলেন, ‘আমরা ফ্রান্সের প্রাণকেন্দ্র প্যারিসে যেভাবে হামলা চালিয়েছি, আমেরিকার প্রাণকেন্দ্র ওয়াশিংটনেও একই ধরনের হামলা চালানো হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা সে রাষ্ট্রগুলোকে বলে দিতে চাই, যারা ক্রুসেডে অংশ নিচ্ছে, আল্লাহর নামে বলছি, আল্লাহর ইচ্ছায় তোমাদের জন্যও সেদিন আসছে, যেমনটি আমরা ফ্রান্সের কেন্দ্রস্থল প্যারিসে ঘটিয়েছি। শপথ করে বলছি, আমরা আমেরিকায়ও হামলা চালাব এবং তা হবে দেশটির কেন্দ্রস্থল ওয়াশিংটনে।’
তবে এ খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এলেও কেউই এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।