ঝিনাইদহে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে নিহত ২

bgbডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের মহেশপুরের মাটিলায় গ্রামবাসীর সাথে বিজিবির সংঘর্ষে রফিকুল এবং ফিরোজ নামে দুইজন নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যান রফিকুল। আহত হন ফিরোজ এবং বাবুল নামে আরো দুইজন। আহত ফিরোজকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে রাত ৯টার দিকে মারা যান।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এ তথ্য জানিয়েছেন।

নিহত রফিকুল ইসলাম মাটিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং নিহত ফিরোজ মাটিলা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

এ বিষয়ে, যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেন, সন্ধ্যায় সীমান্তে গরু নিতে আসলে বিজিবি তাদের বাধা দেয়। এ সময় গরু ব্যবসায়ীরা বিজিবির ওপর হামলা করলে বিজিবি আত্মরক্ষার্থে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রফিকুল ইসলামের মৃত্যু হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম শাহিন খবরের সত্যতা নিশ্চত করে জানান, গুলিতে আমরা একজনের মৃত্যুর খবর পেয়েছি। শনিবার সন্ধ্যা ৭টার দিকে জলুলী সীমান্তে গোলাগুলি হয়েছে।

মাটিলা গ্রামের ছাত্র সৌরভ তরফদার বলেন, ‘বিজিবির সঙ্গে গ্রামবাসীদের কোনো সংঘর্ষ হয়নি। একজন একটি গরু ভারত থেকে এনে মাটিলা বাজারে পৌঁছে। এ সময় বিজিবি সেখানে পৌঁছে ‘তোমরা কেন খবর দাও না’ বলেই পিটাতে থাকে। গ্রামবাসী জড়ো হয়ে প্রতিবাদ জানাতে ক্যাম্পের সামনে গেলে বিজিবি গুলি বর্ষণ করে।’

বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান বলেন, সীমান্তে দুজন গ্রামবাসী নিহত হওয়ার খবর তিনি পেয়েছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহিদুল ইসলাম সাহীন জানান, এ ঘটনায় আরো ৩/৪ আহত হয়েছেন শুনেছেন।