প্রেমের জন্য জীবন দিল সপ্তম শ্রেণির ছাত্রী
সুরমা টাইমস ডেস্কঃ প্রেমের জন্য জীবন দিল সপ্তম শ্রেণির ছাত্রী সাজেদা আক্তার (১৪)। বিষপানে আত্মহত্যা করেছে এ কিশোরী। সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমিচর এলাকা থেকে সাজেদার লাশ উদ্ধার করেছে খাগকান্দা ফাঁড়ির পুলিশ।
সাজেদা কদমিচর এলাকার মৃত সোলমান মিয়ার মেয়ে। সে রাধানগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এ বিষয়ে খাগকান্দা ফাঁড়ির ইনচার্জ এস আই খালেদ হাসান বলেন, প্রেম বিষয়ক জটিলতায় রোববার রাতের কোন এক সময়ে বিষপান করে সাজেদা। সকালে তার পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেয়। সাজেদার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়।