কানাইঘাট থানার অফিসার ইনচার্জের মাতৃবিয়োগ ॥ বিভিন্ন মহলের শোক

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর মাতা সমাজসেবিকা জরিবুন খাতুন গত শনিবার রাত পৌনে ১১টায় বার্ধক্যজনিত কারণে তার চট্টগ্রাম শহরস্থ চান্দগাঁও নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি মৃত্যুকালে ৫ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল রবিবার বাদ জোহর চান্দগাঁও জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাযা শেষে পারিবারিক গুরুস্থানে তাঁকে সমাহিত করা হয়। এদিকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর মাতা সমাজসেবিকা জরিবুন খাতুনের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, উপজেলা আ’লীগের আহবায়ক পৌর মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্য সিরাজুল ইসলাম, কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হান্নান, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, কানাইঘাট পুলিশ পরিবার এসোসিয়েশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, কোষাধ্য সাংবাদিক আব্দুন নূর প্রমুখ।