ঢাকায় সিলেটের সাংবাদিকদের পিআইবি’র তিনদিনব্যাপি কর্মশালা কাল শেষ

PIBসুরমা টাইমস রিপোর্টঃ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সিলেট বিভাগের অনলাইন নিউজ এজেন্সি ও পত্রিকার সাংবাদিকদের নিয়ে ঢাকায় তিনদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। গত রোববার সকাল ১০ টা থেকে ঢাকাস্থ পিআইবি’র প্রশিক্ষন রুমে সিলেট বিভাগের অনলাইন পত্রিকার সম্পাদক, নির্বাহি সম্পাদক, প্রতিবেদক সহ ৩৪ জন সাংবাদিক কর্মাশালায় অংশগ্রহন করেন।

আজ সোমবার প্রশিক্ষনের দ্বিতীয় দিন ‘লিখন ও পটন এবং তথ্য যাচাই বাচাই’ নিয়ে প্রশিক্ষণ দেন মোহনা টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রহমান মুস্তাফিজ। দুপুরের সেশনে সাংবাদপত্র ও সাংবাদিকদের নীতিমালা নৈতিকতা বিষয়ে প্রশিক্ষন দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ।
তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। একটি শুনা কথা দিয়ে সংবাদ প্রকাশ করা উচিত নয়, সংবাদ যাচাই বাচাই করে একটি সংবাদ ছাপাতে হবে। নিজের নীতি নৈতিকতাকে ধরে রাখতে হবে।
প্রশিক্ষনের উদ্ধোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান প্রথমদিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন ইংরেজি দৈনিক ডেইলি স্টার’র সিটি ডেস্কের ডেপুটি এডিটর মাহমুদুল হক। বিকেলের অধিবেশনে অনলাইন সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর। এ পর্বে সিলেট বিভাগে কর্মরত ২৭টি জাতীয় ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, নির্বাহী সম্পাদক, প্রতিবেদক সহ ৩৪ জন কর্মশালায় অংশ নিয়েছেন। কাল মঙ্গলবার বিকেল চারটায় সনদ বিতরণের মাধ্যমে কর্মশালা শেষ হবে।
অংশ গ্রহনকারীরা হলেন, সুরমা টাইমস’র স্টাফ রিপোর্টার শিব্বির আহমেদ, ঢাকা নিউজ ২৪ এর নিজস্ব প্রতিবেদক ছামির মাহমুদ, সময়বার্তার সম্পাদক এমএ রহিম, বাংলা নিউজ ২৪ এর সুনামগঞ্জ প্রতিনিধি শাহজাহান চৌধুরী, নতুন মাত্রার সিলেট প্রতিবেদক সাদিকুর রহমান সাকি, পরিবর্তন এর সিলেট প্রতিনিধি সুবর্না হামিদ, বাংলা নিউজ আপডেট এর সম্পাদক বশির আহমদ জুয়েল, হাওর২৪ এর সম্পাদক শামস শামীম, সুনামগঞ্জ টাইমস এর নির্বাহি সম্পাদক জাকির হোসেন, হাওর২৪ এর প্রতিবেদক পলি রায়। এছাড়াও যেসব অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা প্রশিক্ষণে অংশ নিলেন সেগুলো হলো, সিলেটভিউ টোয়েন্টি ফোর , নিউজ মিরর টোয়েন্টি ফোর ,সিলেট রিপোর্ট , সিলেটের কণ্ঠ টোয়েন্টি ফোর , ম্যাসমিডিয়া বিডি , সিলেট টোয়েন্টি ফোর নিউজ , সিলেট সংবাদ , সিলেট নিউজ ওয়ার্ল্ড , সময়বার্তা , ডেইলি বিডি নিউজ ডটনেট, ড্রিম সিলেট , বাংলারডাক , হবিগঞ্জ নিউজ টোয়েন্টি ফোর , নিউজ হবিগঞ্জ , পাতাকুঁড়ি ডটনেট, দি রিপোর্ট টোয়েন্টি ফোর , সাভার নিউজ টোয়েন্টি ফোর , আইপোর্ট বিডি ও বাংলা মেইল টোয়েন্টি ফোর ।