সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র ২৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নতুন কমিটি গঠন সভাপতি সৈয়দ মকবুল সেক্রেটারী আহাদ

5গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর ২৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট কদমতলী গোটাটিকরস্থ সমিতির কার্যালয়ে গ্রাহক, কর্মকর্তা, কর্মচারী ও বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তরা বলেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি দেশের অন্য যে কোন এলাকার চেয়ে সেবা কার্যক্রমে অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। গ্রাহকরা হচ্ছেন এ সমিতির প্রাণ, গ্রাহকদের সহযোগীতায় সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ দেশের মধ্যে প্রথম সারিতে স্থান দখল করে আছে। সেবা কার্যক্রমের মাধ্যমে এ সমিতি তার ঐতিহ্য ও সুনামকে ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বক্তারা আরো বলেন বিদ্যুৎ বিভাগে ব্যাপক পরিবর্তন এসেছে, গ্রাহক সুবিধা নিশ্চিত করণে আগামীতে আরো অনেক উদ্যোগ নেয়া হবে। বিদ্যুৎ বিভাগের প্রতিটি উদ্যোগ বাস্তবায়নে বক্তারা সকলের সহযোগীতা কামনা করেন।
গত বৃহস্পতিবার সকাল ১১টায় সমিতি বোর্ডের সভাপতি সাইফ উদ্দিন আল ফারুকের সভাপতিত্বে, গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাসের পরিচালনায় ও সিলেট পল্লী বিদ্যুৎ সিমিতি-১ এর জামে মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতি বোর্ডের সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ আহমদ, কোষাধ্যক্ষ আব্দুল মতিন। এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন সমিতির-২ এর পরিচালক মোহাম্মদ শফিউর রহমান, ৩ এর পরিচালক আব্দুল আহাদ, ৪ এর পরিচালক মোহাম্মদ ছাদেক জামাল, ৫ এর পরিচালক সৈয়দ মকবুল হোসেন, ৭ এর পরিচারক মোহাম্মদ ফয়জুর রহমান ফজলু, ৮ এর পরিচালক অজিত কুমার পাল, ১০ এর পরিচালক এডভোকেট বদরুল হোসেন, ১৩ এর পরিচালক মোহাম্মদ আখতার হোসেন রাজু, ১৪ এর পরিচালক বিজন কুমার দেব নাথ, মহিলা পরিচালক নেহারুন নেছা, অধ্যাপিকা কুহেলি পাল চৌধুরী, হাফছানা বেগম লাকী। পরবর্তীতে সমিতি বোর্ডের সভা কক্ষে পরিচালকদের ভোটে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে দক্ষিণ সুরমা অঞ্চল থেকে নির্বাচিত পরিচালক সৈয়দ মকবুল হোসেন(মাখন), সহ-সভাপতি পদে বিশ্বনাথ থেকে নির্বাচিত পরিচালক নেহারুন নেছা, সেক্রেটারী (সচিব) পদে গোলাপগঞ্জ থেকে নির্বাচিত পরিচালক সাংবাদিক আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ পদে গোলাপগঞ্জ থেকে নির্বাচিত পরিচালক ছাদেক জামাল নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন আরইবির উপ-পরিচালক মোহাম্মদ হালিমুজ্জামান। এছাড়া নির্বাচন কার্যক্রম পরিচালনায় ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (সিস্টেম অপারেশন) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তরের এমএস বিপ্লব চন্দ্র সরকার। এসময় বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল হক, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুব আলম, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সিলেটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জগলুল হায়দারসহ বিভিন্ন জোনাল অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।