আজ থেকে সুনামগঞ্জে ৩ দিন ব্যাপী লোক উৎসব ও বই মেলা শুরু

ফকির মোঃ হাসানঃ সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে আজ বৃহঃস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী লোক উৎসব। লোককবি রাধারমণ দত্ত, মরমী কবি হাছন রাজা ও ভাটির বাউল সম্রাট শাহ আবদুল করিম সহ অসংখ্য গীতিকবির মরমী গানের মর্মবাণী ও জীবনদর্শন লোকসমাজে ছড়িয়ে দিতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও Hason-Karim-and-Durbinসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ উৎসবে থাকবে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান। উৎসব শুরুর দিনে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের জীবনদর্শন নিয়ে আলোচনা সভা ও গান, দ্বিতীয় দিনে মরমী কবি ও দার্শনিক হাছন রাজার জীবনদর্শন ও সৃষ্টিকর্মের উপর আলোচনা সভা, তৃতীয় দিনে বাউল শাহ আবদুল করিমে গান ও তাঁর দর্শনের উপর আলোচনা সভা। আলোচনা সভায় দেশের খ্যাতনামা আলোচকগন অংশ গ্রহন করবেন। আলোচনা সভার পরপর স্থানীয় ও দেশের খ্যাতনামা শিল্পীরা পরিবেশন করবেন তিন মরমী কবির জনপ্রিয় গান। বৃহঃস্পতিবার থেকে শনিবার গভীর রাত পর্যন্ত লোক উৎসব চলবে। লোক উৎসবে অতিথি হিসেবে থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট শামছুন নাহার বেগম,সচিব ড. মোহাম্মদ সাদিক, মরতুজা আহমদ, ড.রঞ্জিত কুমার বিশ্বাসসহ প্রশাসন ও স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত গুণীব্যক্তিরা উপস্থিত থাকবেন। লোক উৎসবের পাশাপাশি চলবে বই মেলা।