জোরপূর্বক নৌকা প্রতীকে সীল, ৩৫০ ব্যালট পেপার বাতিল

ballotডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে দুধসরা কেন্দ্রে জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারার কারনে তিনটি বই (৩শ ব্যালট পেপার) বাতিল করেছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন। কোটচাঁদপুর পৌর সভার ১২ টি কেন্দ্রে সকাল ৮ থেকে ভোট শুরু হয়। দুধসরা কেন্দ্র প্রিজাইডিং অফিসার সাজ্জাদ হোসেন জানান, ভোট শুরু হবার পর সাড়ে ৮ টার দিকে সন্ত্রাসীরা বুথে প্রবেশ করে মেয়র পদের ২ টি বইয়ে নৌকা প্রতিকে এবং সাধারণ কাউন্সিলর পদের একটি বইয়ে জোরপূর্বক সিল মারে। পরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ফোর্স এসে সেখানে পৌছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তিনি আরো জানান ওই সন্ত্রাসীরা মেয়র পদের ব্যালট পেপারে নৌকা প্রতিকে ৭৫ টি ও সাধারণ কাউন্সিলর পদের ডালিম ও টেবিল ল্যাম্প প্রতিকে ২৯ টি সিল মারে। এ ঘটনায় ওই কেন্দ্রে গোলযোগের সৃষ্টি হয়। পরে ৩ টি বই (৩শ বেলট পেপার) বাতিল করা হয়।
এছাড়া কোটচাঁদপুর আখ সেন্টার কেন্দ্রে নৌকা প্রতিকের ব্যালট পেপারে জোরপূর্বক সিল মারার কারনে কেন্দ্র প্রিজাইডিং অফিসার শরিফুল ইসলাম ৫০ টি ভোট বাতিল করেছেন।