ডেস্ক রিপোর্টঃ কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় একটি পুকুর থেকে ১০০ ব্যালট পেপার সম্বলিত একটি বই উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার সকালে আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘষের্র ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন আহত হয়।
কুমারখালি আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ৩০ মিনিট ভোটগ্রহণ স্থগিত রাখে প্রিজাইডিং অফিসার।