থাইল্যান্ডে আরো ১১১ বাংলাদেশি উদ্ধার

থাইল্যান্ডের জঙ্গল থেকে উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি ও বার্মিজ অভিবাসী
থাইল্যান্ডের জঙ্গল থেকে উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি ও বার্মিজ অভিবাসী

সুরমা টাইমস ডেস্কঃ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সংখলা প্রদেশের জঙ্গল থেকে শুক্রবার আরো শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। পাচারকারীরা এইসব অভিবাসীদের বাংলাদেশ এবং মিয়ানমারের রোহিঙ্গা অঞ্চল থেকে নিয়ে এসেছিলেন বলে ধারণা করছে স্থানীয় পুলিশ।
থাই পুলিশ জানিয়েছে, শুক্রবার সংখলা জঙ্গল থেকে আরো ১১১ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন মানব পাচারকারীরা রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে এদেরকে এখানে নিয়ে এসেছিল বলে পুলিশ ধারণা করছে। পরে তাদেরকে ফেলে রেখে ওই পাচারকারীরা পালিয়ে যায়। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এদিকে এ অঞ্চলে মানব পাচার সঙ্কটের একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে প্রতিবেশী মালয়েশিয়া ও মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন থাই প্রধানমন্ত্রী প্রায়ুতচাঁন-ও-চাঁ। সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলে কিছু গণকবর খুঁজে পাওয়ার পর এ আহ্বান জানিয়েছেন তিনি। মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে থাইল্যান্ডের পেদাং বেসার শহরের মেয়র বানজং পংফলকে গ্রেপ্তার করেছে থাই পুলিশ।