জকিগঞ্জে বিএনপি-জাপাসহ ৩ মেয়র প্রার্থীর অভিযোগ

election2015ডেস্ক রিপোর্টঃ বুধবার সকাল থেকে সিলেটের ৩ পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। তবে জকিগঞ্জে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী বদরুল হক বাদল, আওয়ামী লীগের বিদ্রোহী, স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আবদুল মালেক ফারুক বিভিন্ন অভিযোগ করেছেন।
বিএনপি প্রাথী বদরুল হক বাদল অভিযোগ করে বলেন, ‘পৌরসভার ৫ নং ওয়ার্ড হচ্ছে পৌর আওয়ামী লীগের সভাপতির এলাকা। তিনি ওই ওয়ার্ডের মধুদত্ত এফআইবিডিবি ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। সেখানে জাল ভোট দেয়া হচ্ছে। কেন্দ্রটি আওয়ামী লীগ নেতাকর্মীরা দখর করার পাঁয়তারা চালাচ্ছে।’
তিনি জানান, বিষয়টি তিনি রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও র‌্যাবকে জানিয়েছেন।
বদরুল হক বাদল ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী, স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ অভিযোগ করে বলেন, ‘আনন্দপুর, তীরেরচক ও গোপীর চক নিয়ে গঠিত জকিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের তীরেরচক কেন্দ্রে আমার এজেন্টকে দলীয় প্রার্থীর এজেন্টরা হুমকি-ধামকি দিচ্ছে। আমি বিষয়টি প্রিজাইডিং অফিসারকে জানিয়েছি।’
ফারুক আহমদ জগ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
এদিকে জকিগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র, জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী আবদুল মালেক ফারুক অভিযোগ করে বলেন, ‘পৌরসভার ৭ নং ওয়ার্ডের আনসার ক্যাম্পে আঞ্জুমানে আল ইসলাহ’র কর্মী আজমল আলী লাঙ্গল প্রতীকের ভোটারদের ভোট প্রদানে হুমকি দিচ্ছে। সে লাঙ্গল প্রতীকে ভোট না দিয়ে আল ইসলাহ সমর্থিত প্রার্থী হিফজুর রহমানের মোবাইল ফোনে ভোট দেয়ার জন্য হুমকি দিচ্ছে।’
অভিযোগের বিষয়ে জকিগঞ্জ পৌরসভার রিটার্নিং অফিসার মোবাশ্বেরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ামাত্রই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিএনপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সেখানে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। জাল ভোটের প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’