সবুজ সিলেট সম্পাদকের নি.শর্ত মুক্তির দাবি জানিয়েছেন বালাগঞ্জের জনপ্রতিনিধিসহ বিভিন্ন মহল

Sabuj-Sylhetবালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বহুল প্রচারিত সাহসি সংবাদপত্র দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মুজিবুর রহমানের নি.শর্ত মুক্তির দাবি জানিয়েছেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দাল মিয়া, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিআরডিবি’র চেয়ারম্যান মো. আনহার মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্নসাধারণ সম্পাদক এমএ মতিন, বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাজী গেদাই মিয়া, সাবেক সভাপতি কামরুল হুদা জায়গীরদার, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান রব্বনী, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সান উল্লাহ, যুক্তরাজ্যস্থ গহরপুর এসোসিয়েশনের চেয়ারম্যান শাহনূর চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি টিটু ওসমানী, গহরপুর মাদ্রাসাবাজার উন্নয়ন সমিতি ইউকে’র সাধারণ সম্পাদক শহীদ আবুল কালাম সেতু, কলুমা আব্দুল গফুর একাডেমীর পরিচালক লিটন আহমদ রফু, বালাগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. জুনেদ মিয়া, যুগ্ন আহবায়ক মইনুল ইসলাম ছালেহ, বালাগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রব কাউসার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ।
বালাগঞ্জে কর্মরত সাংবাদিক রজত দাস ভুলন, শাহাব উদ্দিন শাহীন, হেলাল নির্ঝর, শিপন খান, মো. জিল্লুর রহমান জিলু, শামীম আহমদ, মাছুম চৌধুরী, এসএম হেলাল, আবুল হোসেন ইমন, আবুল কাসেম অফিক, আব্দুস শহীদ, সৈয়দ জুবায়ের আহমদ, সৈয়দুর রহমান প্রমুখ।
পৃথক পৃথক বার্তায় তাঁরা দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মুজিবুর রহমানের উপর ষড়ন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিলম্বে নি.শর্ত মুক্তির দাবি জানান।