হরতাল-অবরোধের ৬৩ দিন ব্যস্ত ট্রাফিক পুলিশ, ব্যস্ত নগর

Oborudh-hortalসুরমা টাইমস ডেস্কঃ পাল্টে গেছে দৃশ্যপট। পাল্টে গেছে সিলেট নগর। ব্যস্ত সবাই ব্যস্ত নগর। দিনভর চলছে যানবাহন। নগরজোড়ে লাগছে দীর্ঘ যানজট। যানজট নিরসনে ট্রাফিক পুলিশও হিমশিম খাচ্ছে। দিনভর যানজট নিরসনের জন্য ব্যস্ত ট্রাফিক টুলিশ সদস্যরা। এমন পরিস্থিতি সিলেট নগরে গত কয়েক দিন থেকেই। তবে গতকাল রোববার যানজটের কারণে অনেকেই বিভ্রত হয়েছেন। দীর্ঘক্ষণ একস্থানে রিকশা কিংবা সিএনজি আটোরিকশায় সময়ও পাড় করতে হয়েছে। হরতাল-অবরোধের কোনোই প্রভাব ছিলনা পুরো নগরে।
আজ ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও দফায়-দফায় হরতালের ৬৩ দিন অতিবাহিত হবে। হরতাল-অবরোধে গত কয়েকদিনেরমত সর্বশেষ দফা ৭২ ঘন্টা হরতালের প্রথম দিন গতকাল অতিবাহিত হয়েছে নিরুত্তাপভাবে। নগরের প্রাণপ্রন্দ্র জিন্দাবাজারে সকাল থেকে কয়েকবার যানজটের সৃষ্টি হয়েছে। অবশ্য হরতালের শুরুর দিকে সকাল বেলা নগরীতে যানবাহনের সংখ্যা কম ছিল। বেলাবারার সাথেসাথে যান চলাচল যেমন বেড়ে যায় মেনই খোলতে থাকে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক বিপণী বিতান।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহ গনমাধ্যমকে জানান, কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি গতকাল। পুলিশ পুরো দিনই সতর্কাবস্তায় ছিল।