তাহিরপুর সীমান্তে আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে পাইপগান,গুলি ও ভারতীয় মদ উদ্ধার

কামাল হোসেন,তাহিরপুর: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চারাঁগাঁও সীমান্তে এক আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে ১টি পাইপগান, ২রাউন্ড তাজাগুলি ও ৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করেছে বিজিবি সুনামগঞ্জ-৮ বিজিবি সদস্যরা। বিজিবি ও পুলিশ সূত্রে জানাযায়, গতকাল শনিবার রাত ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁরাগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মহসিন মিল্কীর নেতৃত্বে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চাঁরাগাঁও গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ও ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও প্রক্তান মেম্বার হাসান আলী (৩৮) এর বাড়িতে অভিযান চালিয়ে ১টি পাইপগান,২রাউন্ড তাজাগুলি ও ৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করে। তবে এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। এব্যাপারে আওয়ামীলীগ নেতা চোরাচালানী হাসান আলী বলেন,রাজনৈতিক ও জমিজামা নিয়ে প্রতিপরে লোকজন আমাকে ফাঁসিয়ে দিয়েছে। সুনামগঞ্জ ৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার জানান,বাড়ীতে অবৈধভাবে মাদক ও অস্ত্র রাখার অপরাধে বাড়ির মালিক হাসান আলীকে আসামী করে তাহিরপুর থানায় অস্ত্র ও মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।