লাউয়াছড়ায় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ও হারপেটোফনা রিসার্চ কর্মশালা
মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলের লাউয়াছড়া সংরক্ষিত বনে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী ‘ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি অ্যান্ড হারপেটোফনা রিসার্চ’ শীর্ষক কর্মশালা। বাংলাদেশ পাইথন প্রজেক্টের আয়োজনে বুধ ও বৃস্পতিবার অনুষ্ঠিত এ কর্মশালায় অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি বিষয়ক সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটির সদস্য। কর্মশালাটি মূলত তিনটি সেশনে ভাগ করা হয়। বুধবার প্রথম সেশন হয়, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা বন্যপ্রাণি বিষয়ক আলোকচিত্রের উপর। এই সেশনে আমেরিকার বন্যপ্রাণি গবেষক ও আলোকচিত্রী স্কট ট্রেগসার ও অ্যাশ উইস্কোভিচ গ্রিন এক্সপ্লোর সোসাইটির সদস্যদের বন্যপ্রাণির ছবি তোলার ক্ষেত্রে কী ধরনের নিয়ম ও সতর্কতা মেনে চলতে হয় তা সম্পর্কে আলোচনা করেন। এরপর শিক্ষার্থীদের লাউয়াছড়ার গহীন বনে নিয়ে স্কট ট্রেগসারের তত্ত্বাবধানে হাতে কলমে বন্যপ্রাণির ছবি তোলার কলাকৌশল দেখিয়ে দেওয়া হয়। এছাড়াও এসময় শিক্ষার্থীদের সাপ ধরার বিভিন্ন কৌশল দেখানো হয়। বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে আগত ৮ জন বন্যপ্রাণি গবেষক ও আলোকচিত্রীদের মধ্যে মতবিনিময়সভার আয়োজন করা হয়।