জুড়ীতে ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী তাজুল আটক

মৌলভীবাজার প্রতিনিধি: জুড়ী উপজেলার ফুলতলা ক্যাম্পের বিজিবি জওয়ানরা বুধবার বিকেলে মাদক ব্যবসায়ী তাজুল (৩২) কে আটক করেছে। এসময় তার নিকট থেকে চার বোতল ফেনসিডিল উদ্ধার ও তার ব্যবহৃত মোটর সাইকেলও (মৌলভীবাজার-হ-১৩৫৮৬৩) আটক করা হয়। তাজুল ফুলতলা বাজারের মৃত মীর মিয়ার ছেলে। বিজিবি সুত্রে জানা গেছে, মাদক সম্রাট তাজুল মোটর সাইকেল যোগে ভারতীয় ফেনসিডিল নিয়ে জুড়ী শহরে যাচ্ছিল। খবর পেয়ে বিজিবি তাকে ধাওয়া করে। জুড়ী-ফুলতলা সড়কের কলাবাড়ী নামক স্থানে বিজিবি তাকে আটক করতে সক্ষম হয়। এসময় পিছনে থাকা মাদকের চালান বহনকারী অপর মোটর সাইকেল আরোহী মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। বিজিবির ফুলতলা কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার শরিফুল ইসলাম জানান বুধবার সন্ধায় মোটর সাইকেল ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী তাজুলকে জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে।