শিক্ষায় পিছিয়ে পড়ায় শাল্লায় ব্র্যাকের উপজেলা কর্মশালা অনুষ্টিত

বিপ্লব রায়,শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার যেসব ছেলেমেয়েরা ঝরে পড়েছে যারা একই শ্রেনীতে একাধিকবার অবস্থান করেছে, অনুপস্থিতির হার বেশী এবং শিক্ষার ফলাফল ভাল নয়। সেইসব ছেলেমেয়েদের জন্য রিশেপ প্রকল্প, এ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ব্র্যাকের উদ্যোগে উপজেলা কর্মশালা অনুষ্টিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলা গনমিলনায়তনে এ কর্মশালা অনুষ্টিত হয়। অনুষ্টানে মাহবুবুর রহমানের পরিচালনায় এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার। বক্তব্যে তিনি বলেন, নি¤œ আয়ের পরিবারের শিশুদের জন্য শিক্ষার সুযোগ বাড়ানো এখনো একটি সমস্যা। বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত অনেক শিশুই মুলত দারিদ্রের কারনে বিদ্যালয়ের বাইরে রয়ে গেছে। সুনামগঞ্জের অন্যন্যা উপজেলা থেকে শাল্লা উপজেলা শিক্ষার ক্ষেত্রে বেশ পিছিয়ে পড়েছে। উপজেলার দুর্গম জনপদগুলোর শিশুদের অনেকেই এখনো শিক্ষার বাইরে। এছাড়া যেসব শিশু বিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের ঝরে পড়া বেশী দেখা দিয়েছে। যার ফলে রিশেপ প্রকল্প অ্যাডভোকেসী ফর সোশ্যাল চেইঞ্জ ব্র্যাকের সার্বিক সহযোগীতায় অতিদরিদ্র পরিবারের শিশুরা আজ ঝরে পড়া থেকে বিমোচিত হয়ে সুশিক্ষার আলোয় জ্বলে উঠছে। বক্তব্যে প্রেস ক্লাবের সভাপতি পি সি দাস পীযুষ বলেন, যেসব শিশুরা অতিদরিদ্রের কারনে লেখাপড়া থেকে বঞ্চিত হয়েছে এবং বিদ্যালয়ে ভর্তি হয়েও লেখাপড়া থেকে ঝরে পড়েছে তাদেরকে ঝরে পড়া থেকে রক্ষা করার জন্য রিশেপ প্রকল্প অ্যাডভোকেসী ফর সোশ্যাল চেইঞ্জ, ব্র্যাক নিজ দায়িত্বে কাজ করে যাচ্ছে। অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন , ব্র্যাকের মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু সোবহান, প্রেস ক্লাবের প্রচার সম্পাদক বিপ্লব রায়, অনাদি তালুকদার, প্রমুখ।