বিশ্বনাথের সেরা শাহচান্দ শাহকালু মাদরাসা
বিশ্বনাথ প্রতিনিধি
প্রতি বছরের ন্যায় এবারও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বিশ্বনাথের শাহচান্দ শাহকালু ইসলামিয়া আলিম মাদরাসা। ফলাফলে সেরা প্রতিষ্টানের তালিকায় শীর্ষে রয়েছে এ প্রতিষ্টানটি। এবার দাখিল পরীক্ষয় ৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে জিপিএ-৭, ২৪টি এ গ্রেড, ৭টি এ মাইনাস, ৩টি বি গ্রেড ও একটি সি গ্রেড পেয়ে কৃতিত্বের সাথে সব শিক্ষার্থীরা উর্ত্তীণ হয়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মোক্তাদির খান বলেন, মাদরাসার এ সাফল্যের পেছনে রয়েছে শিক্ষক-অভিবাবকদের আন্তরিক প্রচেষ্টা। মহার আল্লাহ পাকের শুকরিয়া তিনি আমাদের এ সাফল্য ধরে রাখার তাওফিক দিয়েছেন এবং প্রতিষ্টানের এ সুনামের অংশীদার সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।