ডেস্ক রিপোর্টঃ হবিগঞ্জের সদর পৌরসভার গাউছিয়া একাডেমি কেন্দ্রের সামনে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। এর আগে জেলা ছাত্রদল নেতা শাহ রাজীব আহমেদ রিঙ্গনকে পুলিশ আটকের চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।