বালুচরে মুখোশধারী ডাকাতের হানা : দুই বাসায় ডাকাতি

প্রতীকি ছবি
প্রতীকি ছবি

সুরমা টাইমস ডেস্কঃ নগরীর বালুচরে মুখোশধারী ডাকাতরা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বাসাসহ দুটি বাসায় হানা দিয়ে পরিবারের সদস্যদের বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন জিনিসপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। শনিবার ভোর রাত ৪টায় উত্তর বালুচর আল ইসলাহ ডি-ব্লক, ৬নং রোডের আমীন ভিলায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতির স্বীকার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক খসরু মো. সালাহ উদ্দিন জানান, শনিবার ভোর রাত ৪টায় ১০-১২ জনের একদল ডাকাত বাসার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা পরিবাদের সদস্যদের হাত-পা ও মূখ বেঁধে ফেলে।
এ সময় ঘরের আলমিরা ভেঙ্গে ১০/১২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭০ হাজার টাকা, ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে।
এর পর পাশের রইছ মিয়ার বাসার দরজা ভেঙ্গে ডাকাতরা ঘরে প্রবেশ করে বাসার সকলকে বেঁধে ফেলে। এ সময় ডাকাতরা আলমারিতে থাকা ৫/৬ ভরি সর্নলঙ্কার, নগদ প্রায় ৭০ হাজার টাকা নিয়ে যায়। এমনকি বাসার জিনিসপত্র তছনছ করে তারা।
এ ব্যাপারে মহানগর পুলিশের শাহপরান থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।