বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে গুলিবৃদ্ধসহ আহত ২০

bishwanath fightবিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে পূর্ব রিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবৃদ্ধসহ অন্তন ২০জন আহত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৭টায় বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের শাহজিরগাঁও গ্রামের প্রবাসী আবদুল মানিক ও একই গ্রামের রফিক আলী লোকজনের মধ্যে গ্রামে এঘটনা ঘটে।
আহতরা হলেন-মানিক মিয়া (৪২), গুলিবৃদ্ধ আবদুল সালাম (৩৫), জামাল (২২), কামরুল মিয়া (২১), হুমায়ুম আহমদ (২১), নজরুল (২৯), সেলিম (৩৩), মোহন (২১), সাবুল মিয়া (২৪), সোনাফর আলী (৫৫), ইসলাম (৩৫), মকবুল মিয়া (৪৩), হাবিব (৩২), কবির (৩৩), আমির (২৪), আমজদ (৩৩), আবদুল হক (২৫), রফিক আলী (৪১), সামাদ আহমদ (২২)। বাকি আহতদের নাম জানাযায়নি। এরই মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক এবং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
জানাগেছে, শাহজিরগাঁও গ্রামের আবদুল মানিক ও রকিফ আলী লোকজনের মধ্যে কয়েকমাস পূর্ব থেকে বিরোধ চলে আসছে। ইতিমধ্যে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ মামলা দায়ের করেন। এতে উভয় পক্ষের লোকজন কারাবরণ করেছেন। গতকাল সোমবার পূর্ব বিরোধদের জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ধারনা করছেন।
এব্যাপারে থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।