হবিগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ফাইল ফটো
ফাইল ফটো

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার সদর উপজেলায় দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার পইল উত্তর হাটি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুল হাই (৬০), আলেয়া (৪০), রহমত আলী (৬৫), নেওয়া বেগম (২২), হারুন মিয়া (২৮), পুতুল বেগম (২৫), মোস্তফা (১৬), জুনাইদ মিয়া (২০), সেলিনা আক্তার (১৫), শাহীন মিয়া (১৭), খেলা বেগম (৩২), সহিদা আক্তার (২৮), নাসরিন খান (৩৫), নুরুল ইসলাম (২৫), রাজিব মিয়া (১৭), ও রাহেলা খাতুন (২৩)। বাকিদের নাম তাৎক্ষণিক জানাযায়নি।

স্থানীয়রা জানান, ওই গ্রামের জমসুর আলীর ছেলে ফারুক মিয়ার সঙ্গে আশিক আলীর ছেলে আব্দুল হাইয়ের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়ি-ঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।