সুরমা টাইমস ডেস্কঃ নগরীর পশ্চিম জিন্দাবাজারের ফরিদ প্লাজায় ‘মিনিষ্টার’ কোম্পানির ইলেক্ট্রনিক্স পন্যের শো-রুম লুট করেছে একদল দুবৃর্ত্ত। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শো-রুম থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়- ফরিদ প্লাজার দ্বিতীয় তলায় ‘মিনিস্টার’ কোম্পানির শো-রুমে অডিট করতে ঢাকা থেকে কোম্পানীর কর্মকর্তারা আসেন। সকাল থেকে সারাদিন অডিট শেষে তারা হিসেবে বেশ গড়মিল পান। তখন তারা শো-রুমের ম্যানেজারের কাছে হিসাবের গড়মিলের ব্যাপারে জানতে চান। রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ একদল যুবক শো-রুমে এসে অডিট কর্মকর্তাদের উপর হামলা চালায় এবং ক্যাশে থাকা টাকা লুট করে নিয়ে যায়।