জগন্নাথপুরে নিখোঁজের ৬দিন পর মাটির নীচ থেকে বৃদ্ধকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার

Afsor Ullahসুরমা টাইমস ডেস্কঃ জগন্নাথপুর উপজেলার পাঁইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের আফছর উল্যাহ (৮০) নামে এক বৃদ্ধকে নিখোঁজের ৬ দিন পর কমর পর্যন্ত মাটির নীচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এঘটনায় এলাকায় চাঞ্ছ্যলের সৃষ্ঠি করেছে। জানা গেছে, গত ঈদুল আযহার দিন দুপুরে তিনি আলাগদি গ্রামে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা আত্বীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ-খবর নেন । কোথায়ও তার সন্ধান পাওয়া যায়নি। এলাকায় মাইকিং ও করানো হয়। বুধবার দুপুরে ওই গ্রামের বশির নামে জনৈক ব্যক্তি কুশিয়ারা নদী দিয়ে ইঞ্জিন নৌকা যোগে যাবার সময় আফছর উল্যাকে এমন অবস্থায় দেখে তাদের বাড়িতে খবর দেন। তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন ঘটনা স্থলে গিয়ে কমর পর্যন্ত মাটির নীচে থাকা অবস্থায় দেখতে পেয়ে আফছর উল্যাহকে উদ্ধার করে নিয়ে আসেন। আফছর উল্যার পুত্র রোমান এ খবর নিশ্চিত করে  জানান,নদীরপাড় দিয়ে হেটে যাবার সময় তার পিতা সম্ভবত গর্তে পড়ে যান। এবং নরম মাটি থাকায় ভেতরে চলে যান। আর এই দিকে লোক চলাচল না থাকায় কেউ খবরটি জানতে পারেনি। এক টানা ৬দিন অনাহারে থাকায় তিনি অসুস্থ্ হয়ে পড়েছেন। মুখ দিয়ে কোন কথা বলতে পারছেননা। ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আহাদ বলেন,নির্জন হাওরের মধ্যে এমন অবস্থায় বৃদ্ধ মানুষটাকে সত্যি আল্লাহতায়ালা আলৌকিকভাবে বাঁচিয়ে রেখেছেন। রাখে আল্লাহ মারে কে এটাই তার প্রমাণ। বর্তমানে তিনি ইনাতগঞ্জ বাজারে ডাক্তার এসপি সরকারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।