ছাত্রদলের নতুন কমিটি : মুখ খুললেন বিএনপি নেতারা

BNP Leadersসুরমা টাইমস ডেস্কঃ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নব ঘোষিত কমিটি নিয়ে মুখ খুললেন অভিভাবক সংগঠন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা এবং কমিটি দু’টির বিরুদ্ধে পদবঞ্চিতদের পদত্যাগের আল্টিমেটাম প্রসঙ্গে কথা হয় সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ তিন নেতার সঙ্গে। আলাপাকালে কমিটি গঠন সম্পর্কে তারা কিছুই জানেন না বলে জানান।
এ প্রসঙ্গে সিলেট মহানগর বিএনপির সভাপতি এমএ হক বললেন, ‘কমিটি পেছন দরজা দিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে জিজ্ঞাসা করে দিলে এ ধরণের সমস্যা হতো না। তবে আমাদের উপর না বর্তালেও যেহেতু দল করি, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে পদবঞ্চিত নেতাকর্মীদের নিয়ে আলোচনা করবো।’
বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুল গফ্ফার বলেন, ‘এই মুহূর্তে ছাত্রদলের কমিটি নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তা মোটেও সমর্থনযোগ্য নয়। পদবঞ্চিতরা একাধিকবার আমার কাছে ছাত্রদলের কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ করেছে।’
তবে তিনি বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সিলেটের যে কমিটি ঘোষণা করেছে সে বিষয়ে জেলা নেতাদের অবহিত করেনি। এ জন্য কেন্দ্রীয় কমিটি দায়ি।
নেতৃত্বের দ্বন্দ্ব থাকায় সিলেট বিএনপিও ছাত্রদলের বিষয়টি সুরাহায় এগিয়ে আসেনি বলেও অভিযোগ করেন তিনি।
আর নিজে ‘অসুস্থ, শয্যাশায়ী’ দাবি করে সিলেট জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নুরুল হক বলেন, কেন্দ্র কমিটি দিয়েছে, কেন্দ্রই সমস্যার সমাধান করবে।’
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি ঘোষণার পরপরই সিলেট ছাত্রদলের বড় একটি অংশ বিক্ষুব্ধ হয়ে উঠে। নতুন কমিটির বিরুদ্ধে ওইদিন রাতেই বিক্ষোভ চলে নগরীতে।
শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে সদ্য ঘোষিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বাতিলে ৭২ ঘন্টার আলটিমেটাম দেন পদবঞ্চিতরা। অন্যথায় গণপদত্যাগের হুমকী দেওয়া হয়। এরই জের ধরে সিলেট্ ছাত্রদলের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। সোমবার সকালে হরতালের সমর্থনে নবগঠিত কমিটির নেতকাকর্মীরা মিছিল বের করলে পদবঞ্চিতদের হামলার শিকার হন।
আল্টিমেটামের শেষদিন মঙ্গলবার সভা আহবান করা হয়েছে। বিকেল ৩টায় নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে ওই সভা অনুষ্ঠিত হবে। সভায় ছাত্রদলের হাজারো নেতাকর্মীর পদত্যাগ করার কথা রয়েছে। তথ্যসূত্রঃ ইন্টারনেট