সিলেট নগরী থেকে দুই শিশু নিখোঁজ
সিলেটে নাবালক ভাই-বোন একত্রে নিখোজ হয়েছে। গত ২৫জানুয়ারী বিকেলে নগরীর কালীঘাট থেকে দক্ষিন সুরমার বাগেরখলা কাস্তরাইল যাওয়ার পথে তারা নিখোজ হয়। নিখোজ সোলেখা আক্তার (১১) ও মোবারক আলী (৮) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার নাছিমপুর এলাকাধীন পূর্ব চারগাঁও-এর আছবর আলী ও মৃত আমিনা খাতুনের মেয়ে ও ছেলে। তারা সিলেট নগরীর আমজদ আলী রোডস্থ কালীঘাটের মসুদ আহমদ চৌধুরীর বাসায় থেকে লেখাপড়া করতো। গত ২৫জানুয়ারী বিকেল অনুমান পৌনে ৪টার দিকে সোলেখা দক্ষিন সুরমার কাস্তরাইলে তার বড়বোনের বাসায় যাওয়ার কথা বলে । তখন সে তার ছোটভাই মোবারক অলীকে সাথে নিয়ে কালীঘাটের বাসা থেকে বের হয়। পরে তারা আর তাদের বোনের বাসায় পৌছায়নি এবং কালীঘাটের বাসায়ও ফিরেনি। অনেক খোঁজাখোজির পর তাদের সন্ধ্যান না পেয়ে গৃহকর্তা মসুদ আহমদ চৌধুরী গত ২৭ জানুয়ারী ২০১৬ ইংরেজী এসএমপি সিলেট-এর কোতোয়ালী মডেল থানায় ১৮২০নং সাধারন ডায়েরী করেছেন। নিখোঁজ ভাইবোন সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে এবং তাদের গায়ের রং ফর্সা। কোন সুহৃদ ব্যক্তি বা কেউ তাদের সন্ধ্যান পেলে মসুদ আহমদ চৌধুরী, আমজদ আলী রোড কালীঘাট, সিলেট, মোবাইল- ০১৫৫৮-৭৪৫১৭৮ অথবা কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেট-এ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।