কানাইঘাটে বিএনপি,যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

Kanaighat bnpজসিম উদ্দিনঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবরুদ্ধ, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান শমসের মুমিনকে গ্রেফতারের প্রতিবাদে কানাইঘাট গাছবাড়ী বাজারে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক নুর ইসলাম, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, ৭নং ইউনিয়ন বিএনপির নুর আহমদ, সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ, বিএনপি নেতা আবুল কালাম,যুবদলের আহবায়ক কমিটির সদস্য শরীফ উদ্দিন,আব্বাস উদ্দিন যুবদল নেতা বাহার উদ্দিন, বিলাল উদ্দিন, ছালিক আহমদ,আলিম উদ্দিন,শাহিন আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন, রফি উদ্দিন, আশিকুর রাহমান, তুফায়েল আহমেদ, ফখরুল ইসলাম, ছাত্রদল নেতা,জিল্লুর রাহমান,ইকবাল আহমদ রাজু, দেলোয়ার হোসেন, আব্দুল কুদ্দুছ প্রমুখ।মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,চলমান সংকট থেকে উত্তরনের একমাত্র পথ শেখ হাসিনার পদত্যাগ। আইন আদালতকে ব্যবহার করে সরকার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের বাধা দান আওয়ামী সরকার নগ্ন ভীতু চেহারার বহিঃপ্রকাশ। বিএনপি এগুলো মানবেনা। তারা হরতাল অবরোধ সফলে সকল রাজপথে বেরিয়ে আসায় ২০ দলের নেতা কর্মী সহ সবাইকে ধন্যবাদ জানান।একই সাথে মহানগর বিএনপির আহবায়ক ডঃ শাহরিয়ার হোসেন চৌধুরী ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সহ সব রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবী জানান।

কানাইঘাট উপজেলায় মিথ্যা মামলা ও হয়রানী বন্ধ না হলে ও নেতা কর্মীদের বাসা বাড়িতে পুলিশী তল্লাশী বন্ধ না হলে প্রশাসনকে আর কঠিন পরিস্থিতির সম্মুখিন হতে হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। একই সঙ্গে তারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান শমসের মুমিন সহ সব রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।