টিলা কাটা বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর বরাবর স্মারকলিপি

Tila Kataসিলেট শহরতলী টুকরবাজার ইউনিয়নের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিছনে বড়গুল প্রকাশিত ভাটারগুল এলাকায় টিলা কাটার ফলে বৃষ্টির পানিতে টিলার মাটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ভরাট হয়ে যাচ্ছে।
ভাটারগুল এলাকায় বসত বাড়ীর রাস্তাঘাট, ড্রেন কালভাট, দুর্ভোগ থেকে রক্ষা পেতে সিলেটের জেলা পশাসক ও সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসীর পক্ষে গুরুপদ দেব মোহিত, জনার্ধন তালুকদার, হিমাংশু আচার্য, প্রভাস কান্তি দেব, ব্রজেন্দ্র কুমান দাশ, মগেন্দ্র দালুকদার, গুরুদাশ চৌধুরী, শিকা রায়, নীরেন্দ্র নাথ, পরিতোষ তালুকদার।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভাটারগুল এলাকায় একটি মহল মুক্তিযুদ্ধা পল্লী নামে টিলায় জমি বরাদ্ধ দেয়ার ফলে অবাধে টিলা কেটে যাচ্ছে। টিলা কাটার ফলে বৃষ্টির পানিতে টিলার মাটি দ্বারা জলাবদ্ধতার সৃষ্টি হয়ে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সিলেটের জেলা প্রশাসক ও সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর বরাবর স্মারকলিপিতে জরুরী ভিত্তিতে টিলা কাটা বন্ধ করে এলাকার ঘরবাড়ী, রাস্তাঘাট ও ড্রেন রক্ষার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। -বিজ্ঞপ্তি