জামালগঞ্জে কালবৈশাখী ঝড়ে নিহত ১ ,আহত ৫

thunderstormজামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের পাকনার হাওরে কালাবৈশাখী ঝড়ে আবু বক্কর (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো পাঁচজন। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শীলাবৃষ্টি হওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত আবু বক্করের বাড়ি একই ইউনিয়নের হঠামার গ্রামে।
আহতরা হলেন-উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের কালাগুজা গ্রামের সাগর, একই গ্রামের মফিজ, ফেনারবাক ইউনিয়নের বুতিয়ারপুর কান্দাপাড়ার সুভাষ দাস, জলিল ও ফেনারবাক গ্রামের জুবায়ের। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, দুপুরে হাওরে জমি দেখতে গিয়ে শিলাবৃষ্টিসহ ঝড়ের কবলে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আবু বক্কর। এসময় ওই পাঁচজন আহত হন।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শফি কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, শীলাবৃষ্টিতে উপজেলার ভীমখালি ও ফেনারবাক ইউনিয়নের বোরো ধানের ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।