কেন আমি কুলি? মোঃ শামীম মিয়া

নইতো আমি, লক্ষ-পতি
নইতো কোটি-পতি,
দুঃখ আমার, আমি যে তার
এক মাত্র সাথী।

দুঃখ আমি লুকিয়ে রাখি
দেখেনা তো কেউ,
চোখের পানি আমি মুছি
নদীর মতো ঢেউ।

যুবক নইতো, শিশু আমি
জানে সর্ব ধনি,
প্রশ্ন আমার, তাদের কাছে
কেন আমি কুলি ?

হাজার, হাজার, কোটি-পতি
আছে আমার দেশে,
আমি কেন, চলছি ভাই
ক্ষুধার জলে ভেসে।

উপাধি আছে,আমরা শিশু
আমরা ফুলের কলি,
যত দুঃখ আমাদের ভাই
আমরা কাদের বলি।