বিশ্বনাথে আবদুল করিমের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

pic2বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে বাউল স¤্রাট আবদুল করিমের ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। বাউল শাহ আবদুল করিম পরিষদের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি মো. বাউল সমুজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজসেবক, সাংস্কৃতিক ও সালীশ ব্যক্তিত্ব মো. আবদুল হাই। তাঁর বক্তব্যে বলেছেন, বাউল শাহ আবদুল করিম এদেশের সম্পদ। যাকে নিয়ে মানুষ অনেক গর্ব করেন। তাঁর গুণকৃর্তী শেষ হবে না কোন দিন।
সংগঠনের সাধারণ সম্পাদক ফয়জুল হক এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, আইসিবি ব্যাংক বিশ্বনাথ শাখার ক্যাশিয়ার মুর্শেদ, সংগঠনের উপদেষ্ঠা আছকর আলী, দিভাংশু গুণ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউল শাহ আবদুল করিম পরিষদ বিশ্বনাথের যুগ্ন-সম্পাদক সামছুল হক জুনু, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, প্রচার সম্পাদক আবদুল কাদির, সাংস্কৃতিক সম্পাদক বাউল হাছান আলী, ইউনূছ আলী, দপ্তর সম্পাদক আবদুল হান্নান বাবুল, মহিলা সম্পাদক বাহার বেগম, কার্যকরী কমিটির সদস্য আবদুল গণি শাহ, অখিল কুমার পাল, অরুণ দেবনাথ, অনুচরণ নাথ, রফিক মিয়া।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জবা রানী মল্লিক, সুহেল আহমদ লিঠন, মারিয়া আলম, শেলী রানী নাথ, ফাহিমা ও রিমা।