মিলানে বিশ্ব নারী দিবস পালন করেছে সমাজ কল্যাণ বাংলাদেশ মহিলা সমিতি

milanনাজমুল হোসেন,মিলান প্রতিনিধিঃ ”নারীর ক্ষমতায়ন ও মানবতার উন্নয়ন” এ শ্লোগানকে সামনে রেখে ইতালির মিলানে সমাজ কল্যাণ বাংলাদেশ মহিলা সমিতি বিশ্ব নারী দিবস পালন করেছে। রবিবার সন্ধা ৬ টায় স্থানীয় একটি হলরুমে সমিতির সভাপতি লিপি আক্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদিকা নিতু ফারজানার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হয়। নারী দিবসের আলোচনায় বক্তব্য রাখেন মহিলা সংগঠনের কামরুন্নেছা চায়না,জেসমিন আক্তার,দিলরুবা বিথী, ইয়াসমিন আক্তার পুতুল,কানিজ নাজমা,সামিরা বাচ্চু প্রমুখ।
নারী আন্দোলনকে সকল পর্যায়ে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়ে নারীরা বলেন, নারীরা এখন আর অবহেলিত নয়। নারীরা এখন তাদের অধিকার সম্পর্কে অনেক সচেতন এবং অনেক বেশী আত্মবিশ্বাসী।প্রবাসী নারীরা নিজেদের কর্মসংস্থান এবং স্বাবলম্বী হওয়ার মাধ্যমে দেশের কল্যানে কাজ করে যাচ্ছে এবং আগামীতে আরো বেশি বেশি কাজ করার জন্য প্রবাসী নারীদেরকে এগিয়ে আসার আহ্বা‌ন জানান।
আলোচনা সভা শেষে কেক কেটে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে প্রবাসী নারীরা নারী দিবসের অনুষ্ঠান সমাপ্তি করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা সংগঠনের নারী অনেকই।