টেক্সাসে মসজিদে আগুন : কম্যুনিটিতে আতঙ্ক

fire on mosqueনিউইয়র্ক থেকে এনা: যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি মসজিদে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ড কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে এটি উদ্দেশ্যমূলক হতে পারে বলে আইন শৃঙ্খলা বাহিনী ধারণা করছে। মাত্র কয়েক দিন আগে নর্থ ক্যারোলিনায় একটি পার্কিংকে কেন্দ্র করে গুলি করে তিন জন মুসলমান শিক্ষার্থীকে হত্যা করার পর টেক্সাসে একটি মসজিদে গত ১৩ ফেব্রুয়ারি সকালে অগ্নিসংযোগের ঘটনায় মুসলিম কম্যুনিটিতে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
একটি সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে টেক্সাসের দক্ষিণ পূর্বে অবস্থিত কুবা ইসলামিক ইনস্টিটিউট এন্ড মুসলিম সেন্টারে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে মসজিদ ভবনের সামনের অংশ পুরো ভস্মিভূত হয়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর ভবনটি বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিস। আহসান জাহিদ বিভিন্ন গণমাধ্যমকে জানান, তদন্তকারী সংস্থা তাকে জানিয়েছেন, ঘটনাস্থলে পেট্রোলের মত দাহ্যবস্তু ছিলো, যার আলামত তারা পেয়েছেন। দাহ্যবস্তুই প্রমাণ করে এটা কোন দুর্ঘটনা ছিলো না, উদ্দেশ্যমূলকভাবেই মসজিদে আগুন দেয়া হয়েছে। তবে তদন্তকারী সংস্থা তদন্ত করছে। এই ঘটনায় স্থানীয় মুসলিম কম্যুনিটিতে আতংক বিরাজ করছে।