মুনশি আলিম’র কবিতাগুচ্ছ

চলন্তিকা
……………………………………………………………………………….

চলন্তিকা, তৃতীয় বিশ্বের মত তোমার দেহে নির্ভার অলস দুপুর ঘুমায় ।
অন্ধকার চিবুতে চিবুতে তুমি এখন বেশ রাত্রিখোর!
তোমার দেহের অলিগলিতে দখলবাজ-শক্তিমানের চাষাবাদ!
চলন্তিকা, তুমি এখনো জানলেই না তোমার শীর্ণ দেহের জীর্ণ জানালা দিয়ে ঢুকে পড়েছে প্রাগৈতিহাসিক হাঙর।

………………………….
০৭.১০.২০১৪
ব্রাহ্মণপাড়া, শিবগঞ্জ, সিলেট
অসম প্রেম
……………………………………………………….
চুম্বনের স্বাদ নিয়ে পিঁপড়ার ঠোঁটে আল্পনা আঁকে শিকারী টিকটিকি,
প্রাগৈতিহাসিক ওড়নার আড়ালে একটুকরো অসম প্রেম রাতের দেঁতো হাসির মতই অদ্ভুত;
স্তব্ধতার মেরুকরণে যৌন নির্যাসহীন একটুকরো সুখ মহাকালের কপাল ছুঁয়ে কপোলে।

——————-
মুনশি আলিম
10.10.2014
জাফলং, সিলেট
Email: [email protected]