চলে গেলেন কবি মুহম্মদ আবদুল হান্নান ॥ জানাজা আজ বাদ জোহর

poet abdul hannanসুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক ও বাংলাদেশ পয়েটস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মুহম্মদ আবদুল হান্নান আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি সোমবার বিকেল ৪টা ১২ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর সিলেটের ফাজিলচিশত্ ১৩/৩ বাসভবনে শেষ নিস্বাস ত্যাগ করেন। তাঁর নামাজে জানাজা আজ বাদ জোহর ঢাকাদক্ষিণ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তাঁর স্ত্রী, তাঁর ছেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হৃদরোগ বিশেষজ্ঞ মো. মাহবুবুল আলম জীবন, এক মেয়ে, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। কর্মজীবনে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ছিলেন। ২০০৩ সালের ৩১ ডিসেম্বর অবসরে যান। তিনি ছিলেন সিলেট সাহিত্য পরিষদের উপদেষ্টা এবং বৃন্দস্বরের অন্যতম সভ্য। ১৯৪৫ সালের ৩১ ডিসেম্বর ঢাকাদক্ষিণের দত্তরাইলে জন্মগ্রহণ করেন কবি আবদুল হান্নান। অর্থনীতি বিষয়ে স্নাতকত্তোর ডিগ্রিধারী মুহম্মদ আবদুল হান্নান একজন নির্ভৃতচারী কবি। তাঁর উল্লেখিত গ্রন্থ- কাতুকুত (লিমেরিক-১৯৮৭); গণমানুষের কবিতা (১৯৯৩); মেঘে মেঘে রোদ্দুর (কবিতা-১৯৯৯); ভালোবাসার লিমেরিক (২০০০); অন্তরে অন্তরা (গীতিকবিতা-২০০২); বিহিতা আর ফিরে আসবে না (ছোটোগল্প-২০০৪); মাছের মায়ের মুখে সোনার চামচ (কবিতা-২০০৮); চোখের মণি সোনার খনি দীপন সোনা (২০১০); আড্ডার নির্যাস (কবিতা-২০১৪)।
কবি মুহম্মদ আবদুল হান্নানের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তাঁকে ঘিরে স্বজন এবং সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের সুহৃদদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর বাসায় ছুটে যান মদনমোহন কলেজের অধ্যক্ষ ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল আলম সেলিম, ছড়াশিল্পী সুফিয়ান আহমদ চৌধুরী, কবি মোহাম্মদ হোসাইন, কবি পুলিন রায়, কবি আবিদ ফায়সাল, কবি জাফর ওবায়েদ, ফখরুল ইসলাম, সংগীতশিল্পী খোকন ফকির, ইকবাল সাঁই, শিল্পী নিখিল দাস প্রমুখ।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাজনীন হোসেন ও সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, বাংলাদেশ পয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও দৈনিক সবুজ সিলেটের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ছামির মাহমুদ, বৃন্দস্বর কবিগোষ্ঠীর পক্ষ থেকে কবি নৃপেন্দ্রলাল দাশ, কবি এ কে শেরাম, কবি মিলু কাশেম, কবি এনায়েত হাসান মানিক, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায় ও সাধারণ সম্পাদক কবি জাফর ওবায়েদ।