কবি প্রশান্ত কুমার শাহার ভালোবাসার পালক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

DSC_0251 copyভাস্কর প্রকাশনা থেকে প্রকাশিত অধ্যাপক প্রশান্ত কুমার সাহা’র কাব্যগ্রন্থ “ভালোবাসার পালক” এর প্রকাশনা অনুষ্ঠান গতকাল ১৬ জানুয়ারী শনিবার গ্রীনহিল স্টেইট কলেজে অনুষ্ঠিত হয়। ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষাবীদ মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ইমেরেটাস অধ্যাপক মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন, লেখক গবেষক নন্দলাল শর্মা। মুন্য আলোচক ছিলেন, কবি এ.কে সেরাম। কবি ধ্রুব গৌতমের সঞ্চালনে আলোচ্যক হিসেবে উপস্থিত ছিলেন ছড়া শিল্পী সংগঠক সুফিয়ান আহমদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে আলোচনা ও লেখাপাঠে অংশগ্রহন করেন, জহরলাল মজুমদার, প্রকৌশলী মনোজ বিকাশ দেব রায়, ছড়া শিল্পী বিধুভুষণ ভট্টাচার্য, সুষেন্দ্র চন্দ্র নম খোকন, অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস, গল্পকার মাধব রায়, কবি এ কে এম শহীদুজ্জামান চৌধুরী, মোঃ তোবারক আলী, রঞ্জু রাত্রী রায়, কবি মাসুদা সিদ্দিকা রুহি। সাগত বক্তব্য রাখেন প্রকাশনা উদযাপন পষদের শাহনেওয়াজ হোসেন সোহাগ। অনুভুতি ব্যক্ত করেন, কবি প্রশান্ত কুমার সাহা, কবি মালতী সাহা ও প্রসেনজিৎ সাহা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশান্ত কুমার সাহা দর্শন শাস্ত্রের শিক্ষা হয়েও কবিতা রচনায় কৃতিত্ব দেখিয়েছেন। তাঁর কতিায় জাগতিক নানা প্রেম-দ্রোহ সহ মানব মনের নানা দিক নান্দনিক ব্যঞ্জনায় সালীলভাবে ফুটে উঠেছে। “ভালোবাসার পালক” কাব্যগ্রন্থ থেকে আবৃতি করেন সন্ধারানী চন্দ ও লুৎফুন্নেছা লিলি।