অবৈধ স্থাপনার বিরুদ্ধে অ্যাকশনে সিলেট সিটি করপোরেশন

Arif Illigal Building Crushingসুরমা টাইমস রিপোর্টঃ অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি এবার বিল্ডিং কোড অমান্যকারীদের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছেন সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার থেকে মেয়র নিজেই সঙ্গে থেকে অবৈধ স্থাপন্থায় গড়ে ওঠা ভবন ভাঙার কাজ শুরু করেন।
সকাল ১০টায় নগরীর সুবিদবাজারে কোড না মেনে গড়ে ওঠা ৫তলা একটি ভবনের অবশিষ্ট অংশ ভাঙার কাজ শুরু করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এসময় মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত হয়ে ভবনের অবশিষ্ট অংশ ভাঙার কাজ পরির্দশন করেন।
সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, সুবিদবাজার পয়েন্ট সংলগ্ন ওই ভবনের মালিক জনৈক ফরিদ আহমদ। সিটি করপোরেশন কর্তৃপক্ষের হস্তক্ষেপের পর ভবনের মালিক নিজেই দায় স্বীকার করে শ্রমিক দিয়ে নিজেই ভবনের অবশিষ্ট অংশ ভাঙান।
এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি আনন্দিত হয়েছি বাসার মালিক দায় স্বীকার করে, নিজেই ভবন ভাঙ্গার কাজ শুরু করায়। এভাবে প্রত্যেক মানুষ সচেতন হলে সিটি কর্তৃপক্ষের হস্তক্ষেপের প্রয়োজন হবে না বলে মন্তব্য করেন তিনি।