সুইজারল্যান্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃ সুইজারল্যান্ডের জেনেভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) শাখার উদ্যোগে স্থানীয় এক রেষ্টুরেন্টে সম্প্রতি এক মত বিনিময় সভার আয়োজন করা হয় । সভায় বি. এন. পির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে সংবর্ধনা দেয়া হয় । জেনেভা বি. এন. পির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমানের সন্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব নুরুল ইসলাম জর্জ । প্রধান অতিথীর বক্তব্যে নজরুল ইসলাম খান বি. এন. পির প্রতিষ্ঠাতা, বাংলাদেশে বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, প্রয়াত রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষনা, ব্যক্তি ও কর্মজীবনের উপর আলোচনা করেন । আরও বক্তব্য রাখেন কুদরত এলাহী টুকু, বাবুল বিশ্বাস, নাদির হোসাইন, নজরুল মোল্লা, পারভেজ, শামীম, মিলনসহ আরও অনেকে । বক্তারা বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রীকে এক মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে সংকটময় পরিস্থিতি নিরসনের জোর দাবী জানান। সভা শেষে নৈশ ভোজের আয়োজন করা হয় ।