বিশ্বনাথে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে বিএনপির প্রতিষ্টাতা জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য বশির আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লিলু মিয়া চেয়ারম্যান, যুক্তরাজ্য বিএনপি নেতা ও বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়ার পদপ্রার্থী রইছ আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান,ছাত্রদল নেতা মোতাহের হোসেন, মতিউর রহমান সুমন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মঈনুল ইসলাম, আরব খান, সাবেক প্রচার সম্পাদক কলমদর আলী, বিএনপি নেতা জামাল আহমদ, ফয়জুর রহমান, শামিম আহমদ, আসাদুজ্জামান নুর আসাদ, আশিক আলী, যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, মুসলিম আলী, গোবিন্দমালাকার,আবদুল লতিফ, যুবদল নেতা সুন্দর আলী, নাজিম উদ্দিন, আমির আলী, আবদুল কালাম রুনু, আবু সুফিয়ান, রানা মিয়া, সেলিম মিয়া, হাবিব মিয়া, সিরাজুল ইসলাম, সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাষ্টার ফখরুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আমির আলী, খালেদ আহমদ, শামছুদ্দিন, তারেক আহমদ খজির, সদস্য শাহ আমির, শাহজাহান, শেখ রাজন, সুমন মিয়া, রুহেল আহমদ কালু, রহিম মিয়া, তামিম, প্রবেল, শাহজাহান, আবদুল বাছিত, সিব্বির, জামাল আহমদ প্রমূখ। সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শামসুর রহমান।
সভায় বক্তারা বলেন, দেশে জিয়াউর রহমানের জন্ম না হলে দেশ স্বাধীন হতনা। সিলেটের প্রিয় নেতা ইলিয়াস আলীর সন্ধান আজো সরকার দিতে পারেনি। তাই এই সরকারকে অভিলম্ভে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহবান জানান।