ইতালীয়ান প্রেসিডেন্ট কাপ : বাংলাদেশ ০-২ গোলে আয়ারল্যান্ডের কাছে পরাজিত

rommmmmmmনাজমুল হোসেন,ইতালি প্রতিনিধিঃ বিদেশীদের জন্য ফুটবল টুর্ণামেন্ট” শিরনামের লড়ায়ে গত বছরের দ্বিতীয় রাউন্ডে খেলার গৌরব অর্জনকারী বাংলাদেশকে শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের কাছে পরাজয় মেনে নিতে হলো। ১৬তম মোনদিয়ালিডো’র রেপুবলিকা ইতালীয়ান প্রেসিডেন্ট কাপ এর বাংলাদেশ প্রথম খেলায় ০-২ গোলে আয়ারল্যান্ড এর কাছে পরাজিত হয়।

রোমের আ্যাটলেটিকো ২০০০ মাঠে গতকাল রাত ৯ টায় খেলা শুরু হওয়ার প্রথমার্ধে বেশ ছন্দে খেলতে সক্ষম হলেও দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় এবং অতিরিক্ত সময় শেষ হওয়ার ১ মিনিট আগে দ্বিতীয় গোল হজম করতে হলো বাংলাদেশকে। খেলোররা ভাল খেললেও কয়েকটি সুযোগ হারিয়ে বাংলাদেশকে এ হার ভাগ্যের কাছে মেনে নিতে হয়।
এসময় মাঠে বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা, ইতালীর পরিচালক সাজ্জাদুল কবির, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সহ সভাপতি আবু তাহের, আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক হেদায়েতুল ইসলাম, সদস্য মইনুল আলম খোকন ও ইমরান সরকার সহ বাংলা প্রেস ক্লাব, ইতালীর সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক শাওন আহম্মেদ উপস্থিত ছিলেন। এছাড়াও দর্শক গ্যালারীতে উপদেষ্ঠা দিদারুল আবেদীন সহ সংগঠনের অন্যান্যরা এবং বেশ কিছু দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। আগামী ৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় একই মাঠ ভিয়া সেন্তসেল্লের আ্যাটলেটিকো ২০০০ বাংলাদেশ ইউক্রেন এর সাথে মুখোমুখি হবে।