সরকার দেশকে অসভ্য আর ব্যর্থ রাষ্ট্রের তালিকায় স্থান করে দিতে সফল আয়োজন সম্পন্ন করেছে : এডভোকেট এম নুরুল হক

সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত গুম-খুন ও বিচার বহিঃর্ভূত হত্যার প্রতিবাদে আইনজীবী ও সুশীল সমাজের পেশাজীবীদের নিয়ে আয়োজিত সমাবেশ ও মতবিনিময় সভায় পুলিশী বাঁধার প্রতিবাদে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বিকাল ৪টায় স্থানীয় কোর্ট পয়েন্টে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট এম নুরুল হক এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা ইলিয়াস আলী।
সভায় নেতৃবৃন্দ জনসমর্থনহীন বর্তমান আওয়ামীলীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে অনৈতিকভাবে যথেচ্ছ ব্যবহারের মাধ্যমে বিরোধীদলকে দমন-পীড়নের কাজে ব্যবহার করছে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। নেতৃবৃন্দ রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের গুম ও পরবর্তীতে হত্যার ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেন। সর্বোপরি রাষ্ট্রযন্ত্র আজ আওয়ামীলীগ-আওয়ামীলীগের উপর ব্যবহার করে তাদের হত্যা নির্যাতনের চরম খায়েশ মেটাচ্ছে, যা কোন সভ্য দেশের চরিত্রে হতে পারে না। জনগণের ট্যাক্সের পয়সায় গঠিত র‌্যাব সহ অন্যান্য নিরাপত্তাবাহিনী জনগণের আস্থার জায়গায় চরম হতাশার সৃষ্টি করেছে। র‌্যাব আজ জনগণের কাছে আতঙ্কের মূর্তি। নেতৃবৃন্দের অবিলম্বে র‌্যাবের বিলুপ্তির দাবী জানান। পাশাপাশি দেশে গুম, খুন সহ সকল বিচার বহিঃর্ভূত হত্যাকান্ডের বিচার দাবী করেন। নেতৃবৃন্দ সিলেটের মাটি ও মানুষের নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলীসহ গুম হওয়া সকল নেতৃবৃন্দের সন্ধান দাবী করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, আবুল কাহের চৌধুরী শামীম, আব্দুর রাজ্জাক, আলী আহমদ, আব্দুল মান্নান, মাহবুবুর রব ফয়সল, এডভোকেট আনোয়ার হোসেন, সুরমান আলী, এডভোকেট হাসান আমহদ পাটোয়ারী রিপন, বেলাল আহমদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেলিম আহমদ, কামরুল ইসলাম শাহিন, নাজিম উদ্দিন লস্কর, ডাঃ আরিফ আহমদ, মমতাজ রিফা, খোয়াজ রব চৌধুরী, মঞ্জুর কাদির সাফি, আজির উদ্দিন, কছির উদ্দিন, রহিম মল্লিক, শাহজাহান হোসেন চৌধুরী, গিয়াস উদ্দিন খান, রায়হান আহমদ, এডভোকেট আবু তাহের, আক্তার আহমদ, মওদুদুল হক, আব্দুল লতিফ খান, শাহ মাহমুদ আলী, শাহ জাহান সেলিম বুলবুল, এডভোকেট মামুন আহমদ রিপন, এডভোকেট ফখরুল হক, মুরাদ হোসেন, হানুর ইসলাম ইমন, আব্দুল মালেক, এডভোকেট ইসরাফিল, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, দিদার ইবনে তাহের লস্কর, এডভোকেট শফিউল আজম, শাহ মোঃ জাহেদ, আব্দুল হাই রাজন, আলী আকবর রাজন, জুবের আহমদ, অপু আহমদ, সামসুল ইসলাম, ফখরুল ইসলাম, মামুন পারভেজ, মামুন আহমদ, সুমন আহমদ, ময়নুল ইসলাম চৌধুরী, এনামুল হক, রাসেল আহমদ, আতাউর রহমান, মালেক আহমদ, মুজিবুর রহমান, বদরুল ইসলাম, আনছার আলী, হুমায়ুন রশিদ, আশিক আহমদ, সুরমান আলী, ফেরদৌস আলী, জাহেদ আহমদ, জাবেদ, বুলন প্রমুখ। বিজ্ঞপ্তি