চলে যাচ্ছেন ড্যান মজীনা, আসছেন মার্শিয়া স্টিফেন্স

mozena_stephenসুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশে শেষ হল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার দিন। মজীনার স্থলাভিষিক্ত হচ্ছেন মার্শিয়া স্টিফেন্স ব্লুম বারনিকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ২২ মে এক ঘোষণায় এই নামটি চূড়ান্ত করার কথা জানানোর পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ের বরাতে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে শনিবার সকালে এই ঘোষণার কথা জানানো হয়েছে। গত ১৬ মে বর্তমান রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার তিন বছর পূরণ হওয়ায় এই নতুন রাষ্ট্রদূত নিয়োগের পক্রিয়া শুরু হল। তবে নতউন এই রাষ্ট্রদূত কবে থেকে দায়িত্বভার গ্রহণ করবেন তা জানান হয়নি।
রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বারনিকা পেশা জীবনে পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা, মন্ত্রীর পরমর্শক ছিলেন। সবশেষ তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানব সম্পদ বিভাগের উপ সহকারী সচিব হিসাবে কর্মরত রয়েছেন। এই পদে তিনি ২০১২ সাল থেকে বহাল আছেন।
এর আগে ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত তিনি সেনেগাল ও গিনি-বিসাউ এর রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন। ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিন এশিয়া বিষয়ক অফিস পরিচালক হিসাবে তিনি ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভুটানে কাজ করেছেন। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানব সম্পদ বিভাগে উচ্চ পর্যায়ের পরিচালক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট অফিসার হিসাবে কাজ করেন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ব্রিজটাউন, বার্বাডোস এর যুক্তরাষ্ট্র দূতাবাসের মিশন উপ-প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি লিলঙ্গু, মালাউই-এ যুক্তরাষ্ট্র দূতাবাসের মিশন উপ-প্রধান হিসাবে নিযুক্ত ছিলেন। ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় যুক্তরাষ্ট্র কনস্যুলেট এর প্রিন্সি্পাল অফিসার এর দায়িত্ব পালন করেছেন। তিনি নয়াদিল্লীর যুক্তরাষ্ট্র দূতাবসের উপ- রাজনৈতিক পরামর্শক হিসাবে ১৯৯২-১৯৯৫ সাল পর্যন্ত কাজ করেছেন। ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পুর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক অধিদপ্তরে ইন্ডিয়া ও নেপালের ডেস্ক অফিসার হিসাবেও কাজ করেছেন।