দূর্নীতি বিরোধী মনোভাব গড়ে তুলতে হবে

বিশ্বনাথে দূর্নীতি প্রতিরোধ কমিটির সভায় মো. আবুল হাছান

বিশ্বনাথ প্রতিনিধিঃ বাংলাদেশ দূর্নীতি দমন কমিশনের সিলেট বিভাগীয় পরিচালক মো. আবুল হাছান বলেছেন, সমাজের প্রতিটি পাড়া-মহল্ল¬ায় দূর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি করতে হবে। এলাকার অধিকাংশ মানুষ সচেতন হলে দূর্নীতি বিরুদ্ধে প্রতিরোধ তোলা সম্ভব। তিনি বলেন, ক্ষমতাবান মানুষই বেশি দূর্ণীতি করে থাকে। তাদের ভয় অনেকেই মুখ খুলে কথা বলতে পারেনি। সমাজের মানুষকে সচেতন করেই সম্মলিতভাবে দূর্নীতি বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যেখানে দূর্নীতি দেখবে, সে জায়গায় প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। তিনি গতকাল বুধবার বিশ্বনাথ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এ.কে.এম মনোহর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ নেছার আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দূর্নীতি সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মো.আক্তার হোসেন, উপ-সহকারি পরিচালক রনজিত কুমার কর্মকার। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন, ছাত্র ছালেহ আহমদ। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ, সাংবাদিক আবদুল আহাদ, বিশ্বনাথ সুজন’র সাধারণ সম্পাদক মো. মধু মিয়া, শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, সংগঠক পি কে দে পিংকু দে।
এসময় বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য সাংবাদিক মোহাম্মদ আলী শিপন, জামাল মিয়া, বিশ্বনাথ নতুনবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মঈনুর রহমান, সংগঠক আবদুল ওদুদ বিএসসি, মতছির আলী, আবদুল হান্নান, নাজিমউদ্দিন, শেখ শহিদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।