আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারে ২০ দলীয় জোট কতৃক পুলিশের উপর হামলার ঘটনায় জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান সহ বিভিন্ন দলের ২৫০ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ। গত ৫ জানুয়ারী রাত ১২ টায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। পুলিশ জানায় মঙ্ঘলবার ভোর পর্যন্ত এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। উল্যেখ্য,গত ৫ জানুয়ারী সকাল ১১ টায় গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে বিএনপির পুর্বঘোষিত কর্মসুচির অংশ হিসাবে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে ২০ দলের নেতা-কর্মীরা একটি মিছিল বের করলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ সময় পুলিশ ফাঁকা গুলিবর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এবং ঘটনাস্থল থেকে ২০ দলের ৫ জন নেতা-কর্মীকে আটক করে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ ছালেহ বিষয়টি নিশ্চিত করেছেন।