উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বানিয়াচুং উপজেলার নোয়াগাঁও গ্রামের সাবেক মেম্বার আব্দুল মতিন আখঞ্জির বাড়ীতে গত শনিবার দিবাগত গভীর রাতে এক ডাকিাতি সংগঠিত হয়েছে। ডাকাত দল এ সময় বাড়ীর লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে আড়াই ভরি স্বর্ন,নগদ ৪ হাজার টাকা,বিদেশী কাপড় চোপড়সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্থী বানিয়াচুং উপজেলার নোয়াগাঁও গ্রামের সাবেক মেম্বারআব্দুল মতিন আখঞ্জির বাড়ীতে উল্লেখিত সময়ে ৭/৮ জনের একদল ডাকাদ ঘরের সামনের কলাপসেবল গেইটের তালা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ীর লোকজনকে জিম্মি করে জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতির বিষয়টি বানিয়াচুং থানা পুলিশকে অবহিত করা হয়েছে।