তাহিরপুরে ককটেল বিস্ফোরনে জ্বলসে গেছে এক যুবকের দুই হাত
কামাল হোসেন,তাহিরপুর: সুনামগঞ্জের তাহিরপুরে ককটেল বিস্ফোরনে জ্বলসে গেছে আব্দুন-নুর (৩০) নামের এক যুবকের দুই হাত। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে এলাকার লোকজন উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠিয়েছে। এঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুকশেদপুর গ্রামে। স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম ও এলাকাবাসী জানায়,মৃত মনির উদ্দিনের ছেলে আব্দুন নূর দীর্ঘদিন যাবত অবৈধভাবে সীমান্তের চোরাচালানের সাথে জড়িত। ভারত থেকে নানান প্রকার দ্রব্য সামগ্রী এনে বাংলাদেশে বিক্রি করে আসছে। গতকাল শুক্রবার সকালে ভারত থেকে আনা পাহাড়ী বড় পাথর ভাঙ্গার ককটেল নিজ বসতবাড়িতে পরিস্কা করার সময় বিস্ফোরণ ঘটলে যুবক আব্দুন নূরের দুই হাতের কব্জি পর্যন্ত জ্বলসে গিয়ে মাংস খসে পড়ে। এঘটনার খবর পেয়ে দুপুরে সীমান্তের লাউড়গড় ক্যাম্পের বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে তাহিরপুর থানার ওসি আনিসুর রহমান খাঁন বলেন,ঘটনাটি খুবই রহস্যজনক তদন্ত সাপেক্ষে আসল বিষয়টি বের করার চেষ্টা চলছে।