বিশ্বম্ভরপুরে সাইনিকিড মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
কামাল হোসেন,তাহিরপুর: বিশ্বম্ভরপুর উপজেলার সাইনিকিড ৪র্থশ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে সংবর্ধনা ও পুরষ্কার বিতরন করা হয় । সাইনিকিড মেধা বৃত্তি পরিষদ এর আয়োজনে শনিবার (৫জুলাই)উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনূর রশিদ । সাইনিকিড মেধা বৃত্তি পরিষদ প্রতিষ্ঠাতা তোফাজ্জুল হোসেনের অগ্রজ ভ্রাতা আফজাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অখিল দেবনাথের সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন, সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ রঞ্জন বিশ্বাস । আরো বক্তব্য রাখেন, দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ নুরুল আমিন , প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন , প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সায়েদুর রহমান প্রাঃবিঃ প্রধান শিক্ষক আঃ ছাত্তার আজাদ, আদর্শ সঃ প্রাঃ বিঃ সিনিয়র শিক্ষক আঃ মান্নান, অভিভাবকদের পক্ষে মোঃ রমজান আলী, মোঃ আমিনুল হক । বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীদের পক্ষে অনন্ত সরকার ও সাজিদ আসিফ মাফিজ । ৪র্থ শ্রেণীর উক্ত মেধা বৃত্তি পরীক্ষায় এ-গ্রেডে ৬ জন , বি- গ্রেডে ১২ জন ,ও সি- গ্রেডে ১২ জন মোট ৩০ জন কৃতি ছাত্রছাত্রীদের কে সংবর্ধনা ও পুরষ্কার বিতরন করা হয় । উল্লেখ্য যে , বিশ্বম্ভরপুর গ্রামের শিক্ষানুরাগী বর্তমানে ঢাকায় উচ্চ পদস্থ পদে কর্মরত মোঃ তোফাজ্জল হোসেন বাবুল ২০০৬ সালে প্রাথমিক মেধা বিকাশে ৪র্থ শ্রেণীর মেধা বৃত্তি পরীক্ষা চালু করেন । অদ্যাবধি এ ধারাবাহিকতা বজায় রয়েছে এবং ছাত্রছাত্রী, অভিভাবক, ও শিক্ষক মহলে প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে ।