তাহিরপুরে বাদাঘাট ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট অনুষ্টিত

কামাল হোসেন,তাহিরপরি: কিভাবে হবে উন্নয়ন জানবো আমরা সর্বজন এই শ্লোগানকে সিামনে রেখে এবং এলাকার সর্ব সাধারণ জনগনের উপস্থিতিতে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ৫ নং উত্তর ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা গতকাল দুপুর ২ টার সময় ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্টিত হয়। বাদাঘাট ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের আয় ব্যয় সংত্রান্ত বাজেট সভায় বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান।উক্ত বাজেট সভায় প্রথমে কোরআন তেলাওয়াত করেন মোওলানা শাজাহান এবং বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, বাদাঘাট ইউপি সদস্য দীন ইসলাম, লাভলী বেগম, তাহিরপুর উপজেলা বএনপি সাংগঠনিক সম্পাদক নুরুল হক মাষ্টার, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার প্রমুখ। এবং সরাসরি বাদাঘাট ইউনিয়ন চেয়াম্যান নিজাম উদ্দিনের সাথে জনগনে উন্মুক্ত প্রশ্ন উত্তর র্পব শেষে পরিষদ র্কতৃক ইস্যুকৃত ট্রেড লাইসেন্স, ফেরীঘাট ইজারা, জন্ম ও মৃত্যু নিবন্ধন ফিসসহ বিভিন্ন খাতে মোট আয় হয় ১,১৫,০৬০৩২ টাকা ( এক কোটি পনের লক্ষ ছয় হাজার বত্রিশ টাকা) এবং কৃষি ও ক্ষুদ্র সেচ প্রকল্প, মৎস ও পশু সম্পদ, জনস্বস্থ্য সহ বিভিন্ন খাতে মোট ব্যয় হয় ১,১২,৬১,২০২ টাকা (এক কোটি বার লক্ষ একষট্টি হাজার দুই শত দুই টাকা) এবং সমাপণী জের সহ মোট ব্যয় হয় ১,১৫,০৬০৩২( এক কোটি পনের লক্ষ ছয় হাজার বত্রিশ টাকা)এসয় বাজেট সভায় বাজেট পেশ করেন ইউনিয়ন সচিব ভূপতি ভূষণ সরকার।